بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
কানযুল ঈমান
০. আল্লাহ্র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময় (১)
ইরফানুল কুরআন
০. আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, সতত অসীম দয়ালু।
وَ الۡعٰدِیٰتِ ضَبۡحًا ۙ﴿۱﴾
কানযুল ঈমান
১. শপথ ওইগুলোর, যেগুলো দৌঁড়ে এমতাবস্থায় যে, সেগুলোর বুক থেকে আওয়াজ বের হয়,
ইরফানুল কুরআন
১. শপথ (যুদ্ধে) ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা অশ্বরাজির,
فَالۡمُوۡرِیٰتِ قَدۡحًا ۙ﴿۲﴾
কানযুল ঈমান
২. অতঃপর পাথরসমূহ থেকে আগুন বের করে খুর মেরে,
ইরফানুল কুরআন
২. অতঃপর ক্ষুরাঘাতে পাথরের উপর অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে,
فَالۡمُغِیۡرٰتِ صُبۡحًا ۙ﴿۳﴾
কানযুল ঈমান
৩. অতঃপর প্রভাত হতেই বিধ্বস্ত করে,
ইরফানুল কুরআন
৩. অতঃপর প্রভাতলগ্নেই (দুশমনের উপর) অকস্মাৎ আক্রমণ করে,
فَاَثَرۡنَ بِہٖ نَقۡعًا ۙ﴿۴﴾
কানযুল ঈমান
৪. অতঃপর ওই সময় ধূলি উড়ায়;
ইরফানুল কুরআন
৪. তারপর সে (আক্রমণের) স্থান থেকে মেঘময় ধুলি উৎক্ষিপ্ত করে,
فَوَسَطۡنَ بِہٖ جَمۡعًا ۙ﴿۵﴾
কানযুল ঈমান
৫. অতঃপর শত্রুর সৈন্যদলের মধ্যে প্রবেশ করে-
ইরফানুল কুরআন
৫. তারপর সেসময়েই শত্রুদলের অভ্যন্তরে ঢুকে পড়ে,
اِنَّ الۡاِنۡسَانَ لِرَبِّہٖ لَکَنُوۡدٌ ۚ﴿۶﴾
কানযুল ঈমান
৬. নিশ্চয় মানুষ স্বীয় রবের প্রতি বড় অকৃতজ্ঞ,
ইরফানুল কুরআন
৬. নিশ্চয়ই মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ।
وَ اِنَّہٗ عَلٰی ذٰلِکَ لَشَہِیۡدٌ ۚ﴿۷﴾
কানযুল ঈমান
৭. এবং নিশ্চয় সে এর উপর নিজেই সাক্ষী,
ইরফানুল কুরআন
৭. এবং অবশ্যই সে এ (অকৃতজ্ঞতার) বিষয়ে প্রত্যক্ষদর্শী।
وَ اِنَّہٗ لِحُبِّ الۡخَیۡرِ لَشَدِیۡدٌ ؕ﴿۸﴾
কানযুল ঈমান
৮. এবং নিশ্চয় সে সম্পদের মোহে অত্যন্ত প্রবল।
ইরফানুল কুরআন
৮. আর নিশ্চয়ই সে ধন-সম্পদের আসক্তিতে প্রবল।
اَفَلَا یَعۡلَمُ اِذَا بُعۡثِرَ مَا فِی الۡقُبُوۡرِ ۙ﴿۹﴾
কানযুল ঈমান
৯. তুমি কি জানো না যখন উত্থিত হবে যারা কবরসমূহে রয়েছে,
ইরফানুল কুরআন
৯. তবে কি সে অবগত নয় যখন তা উত্থিত হবে যেসব (মৃতরা) কবরে আছে,
وَ حُصِّلَ مَا فِی الصُّدُوۡرِ ﴿ۙ۱۰﴾
কানযুল ঈমান
১০. এবং প্রকাশ করে দেওয়া হবে যা অন্তরসমূহে রয়েছে?
ইরফানুল কুরআন
১০. আর অন্তরে যা রয়েছে সেসব (গোপন রহস্য) প্রকাশ করা হবে?
اِنَّ رَبَّہُمۡ بِہِمۡ یَوۡمَئِذٍ لَّخَبِیۡرٌ ﴿۱۱﴾
কানযুল ঈমান
১১. নিশ্চয় ওই দিন তাদের রব তাদের সব খবর সম্পর্কে অবহিত।
ইরফানুল কুরআন
১১. নিশ্চয়ই সেদিন তাদের প্রতিপালক তাদের (আমলগুলো) সম্পর্কে সম্যক অবগত।