بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
কানযুল ঈমান
০. আল্লাহ্র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময় (১)
ইরফানুল কুরআন
০. আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, সতত অসীম দয়ালু।
قُلۡ اَعُوۡذُ بِرَبِّ الۡفَلَقِ ۙ﴿۱﴾
কানযুল ঈমান
১. আপনি বলুন, ‘আমি তারঁই আশ্রয় নিচ্ছি, যিনি প্রভাতের সৃষ্টিকর্তা। (২)
ইরফানুল কুরআন
১. বলুন, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি (এক) বিস্ফোরণে প্রচন্ড দ্রুতগতিতে (বিশ্বজগতকে) অস্তিত্বে আনয়নকারী প্রতিপালকের নিকট,
مِنۡ شَرِّ مَا خَلَقَ ۙ﴿۲﴾
কানযুল ঈমান
২. তাঁর সৃষ্টিকুলের অনিষ্ট থেকে, (৩)
ইরফানুল কুরআন
২. এমন প্রত্যেক বস্তুর অনিষ্ট (ও ক্ষতি) হতে, যা তিনি সৃষ্টি করেছেন,
وَ مِنۡ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَ ۙ﴿۳﴾
কানযুল ঈমান
৩. এবং অন্ধকারাচ্ছন্নকারীর অনিষ্ট থেকে, যখন সেটা অস্তমিত হয়, (৪)
ইরফানুল কুরআন
৩. আর (বিশেষ করে) অন্ধকার রাতের অনিষ্ট হতে, যখন (এর) অন্ধকার ছেয়ে যায়,
وَ مِنۡ شَرِّ النَّفّٰثٰتِ فِی الۡعُقَدِ ۙ﴿۴﴾
কানযুল ঈমান
৪. এবং ওই সব নারীর অনিষ্ট থেকে, যারা গ্রন্থিসমূহে ফুঁৎকার দেয়, (৫)
ইরফানুল কুরআন
৪. এবং অনিষ্ট হতে যাদু কারিনীদের (ও যাদুকরদের), যারা গ্রন্থিতে ফুৎকার দেয়,
وَ مِنۡ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ ﴿۵﴾
কানযুল ঈমান
৫. এবং হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে আমার প্রতি হিংসা করে’। (৬)
ইরফানুল কুরআন
৫. এবং অনিষ্ট হতে প্রত্যেক হিংসুকের, যখন সে হিংসা করে।’