Back
আল ফাতিহা
Jump to Ayah Search
Play Share Copy
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
কানযুল ঈমান
১. আল্লাহ্‌র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময় (১)
ইরফানুল কুরআন
১. আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, সতত অসীম দয়ালু।
Play Share Copy
اَلۡحَمۡدُ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ۙ﴿۲﴾
কানযুল ঈমান
২. সমস্ত প্রশংসা আল্লাহর প্রতি, যিনি মালিক সমস্ত জগদ্বাসীর; (২)
ইরফানুল কুরআন
২. সমস্ত প্রশংসা আল্লাহ্‌রই তরে, যিনি সমস্ত জগতের প্রতিপালনকারী,
Play Share Copy
الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ۙ﴿۳﴾
কানযুল ঈমান
৩. পরম দয়ালু, করুণাময়;
ইরফানুল কুরআন
৩. পরম করুণাময়, অসীম দয়ালু,
Play Share Copy
مٰلِکِ یَوۡمِ الدِّیۡنِ ؕ﴿۴﴾
কানযুল ঈমান
৪. প্রতিদান দিবসের মালিক।
ইরফানুল কুরআন
৪. অধিপতি প্রতিদান দিবসের।
Play Share Copy
اِیَّاکَ نَعۡبُدُ وَ اِیَّاکَ نَسۡتَعِیۡنُ ؕ﴿۵﴾
কানযুল ঈমান
৫. আমরা (যেন) তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি! (৩)
ইরফানুল কুরআন
৫. (হে আল্লাহ্!) আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি।
Play Share Copy
اِہۡدِ نَا الصِّرَاطَ الۡمُسۡتَقِیۡمَ ۙ﴿۶﴾
কানযুল ঈমান
৬. আমাদেরকে সোজা পথে পরিচালিত করো! (৪)
ইরফানুল কুরআন
৬. আমাদেরকে প্রদর্শন করো সরল পথ,
Play Share Copy
صِرَاطَ الَّذِیۡنَ اَنۡعَمۡتَ عَلَیۡہِمۡ ۬ۙ غَیۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَیۡہِمۡ وَ لَا الضَّآلِّیۡنَ ﴿۷﴾
কানযুল ঈমান
৭. তাঁদেরই পথে, যাঁদের উপর তুমি অনুগ্রহ করেছো; তাদের পথে নয়, যাদের উপর গযব নিপতিত হয়েছে এবং পথভ্রষ্টদের পথেও নয়। (৫)
ইরফানুল কুরআন
৭. তাদের পথ, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, তাদের পথ নয়, যারা তোমার ক্রোধের শিকার হয়েছে এবং তাদের পথও নয় যারা গোমরাহ্ বা পথভ্রষ্ট।