بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
কানযুল ঈমান
০. আল্লাহ্র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময় (১)
ইরফানুল কুরআন
০. আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, সতত অসীম দয়ালু।
اَلَمۡ تَرَ کَیۡفَ فَعَلَ رَبُّکَ بِاَصۡحٰبِ الۡفِیۡلِ ؕ﴿۱﴾
কানযুল ঈমান
১. হে মাহবূব! আপনি কি দেখেন নি আপনার রব ওই হস্তী আরোহী বাহিনীর কি অবস্থা করেছেন?
ইরফানুল কুরআন
১. আপনি কি দেখেননি, আপনার প্রতিপালক হস্তিবাহিনীর সাথে কেমন আচরণ করেছিলেন?
اَلَمۡ یَجۡعَلۡ کَیۡدَہُمۡ فِیۡ تَضۡلِیۡلٍ ۙ﴿۲﴾
কানযুল ঈমান
২. তাদের চক্রান্তগুলোকে কি ধ্বংসের মধ্যে নিক্ষেপ করেন নি?
ইরফানুল কুরআন
২. তিনি কি তাদের ছলনা এবং কুট-কৌশলকে বিফল ও নিষ্ক্রিয় করে দেননি?
وَّ اَرۡسَلَ عَلَیۡہِمۡ طَیۡرًا اَبَابِیۡلَ ۙ﴿۳﴾
কানযুল ঈমান
৩. এবং তাদের উপর পাখির ঝাঁকসমূহ প্রেরণ করেছেন;
ইরফানুল কুরআন
৩. আর তিনি তাদের বিরুদ্ধে (চতুর্দিক থেকে) ঝাঁকে ঝাঁকে পক্ষী প্রেরণ করেছিলেন,
تَرۡمِیۡہِمۡ بِحِجَارَۃٍ مِّنۡ سِجِّیۡلٍ ۪ۙ﴿۴﴾
কানযুল ঈমান
৪. যেগুলো তাদেরকে কঙ্কর-পাথর দিয়ে মারছিলো।
ইরফানুল কুরআন
৪. যেগুলো তাদের উপর প্রস্তর-কংকর নিক্ষেপ করছিল।
فَجَعَلَہُمۡ کَعَصۡفٍ مَّاۡکُوۡلٍ ﴿۵﴾
কানযুল ঈমান
৫. অতঃপর তাদেরকে চর্বিত ক্ষেতের পল্লবের মতো করেছেন।
ইরফানুল কুরআন
৫. অতঃপর (আল্লাহ্) তাদেরকে ভক্ষিত ভূষির ন্যায় (ধ্বংস) করে দিলেন।