Back
আল হুমাযা
Jump to Ayah Search
Play Share Copy
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
কানযুল ঈমান
০. আল্লাহ্‌র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময় (১)
ইরফানুল কুরআন
০. আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, সতত অসীম দয়ালু।
Play Share Copy
وَیۡلٌ لِّکُلِّ ہُمَزَۃٍ لُّمَزَۃِۣ ۙ﴿۱﴾
কানযুল ঈমান
১. ধ্বংস ওই ব্যক্তির জন্য, যে লোক-সম্মুখে বদনামী করে এবং পশ্চাতে নিন্দা করে;
ইরফানুল কুরআন
১. ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির যে (সম্মুখে) অপবাদ দেয় এবং (পশ্চাতে) পরনিন্দা করে।
Play Share Copy
الَّذِیۡ جَمَعَ مَالًا وَّ عَدَّدَہٗ ۙ﴿۲﴾
কানযুল ঈমান
২. যে ব্যক্তি সম্পদ সঞ্চয় করেছে এবং গুনে গুনে রেখেছে;
ইরফানুল কুরআন
২. (ধ্বংস ও সর্বনাশ সে ব্যক্তির) যে ধন-দৌলত পুঞ্জিভূত করে এবং তা বারবার গণনা করে।
Play Share Copy
یَحۡسَبُ اَنَّ مَالَہٗۤ اَخۡلَدَہٗ ۚ﴿۳﴾
কানযুল ঈমান
৩. সে কি একথা মনে করে যে, তার সম্পদ তাকে পৃথিবীতে চিরকাল রাখবে?
ইরফানুল কুরআন
৩. সে মনে করে যে, তার ধন-দৌলত তাকে চিরকাল জীবিত রাখবে।
Play Share Copy
کَلَّا لَیُنۡۢبَذَنَّ فِی الۡحُطَمَۃِ ۫﴿ۖ۴﴾
কানযুল ঈমান
৪. কখনো না, অবশ্য সে পদদলিতকারীর মধ্যে নিক্ষিপ্ত হবে;
ইরফানুল কুরআন
৪. কখনোই নয়! তাকে অবশ্যই নিক্ষেপ করা হবে হুতামায় (অর্থাৎ চূর্ণ-বিচূর্ণ করে এমন অগ্নিতে)।
Play Share Copy
وَ مَاۤ اَدۡرٰىکَ مَا الۡحُطَمَۃُ ؕ﴿۵﴾
কানযুল ঈমান
৫. তুমি কি জানো পদদলিতকারী কি?
ইরফানুল কুরআন
৫. আর আপনি কী মনে করেন, হুতামা (অর্থাৎ চূর্ণ-বিচূর্ণ করে দেয় এমন অগ্নি) কী?
Play Share Copy
نَارُ اللّٰہِ الۡمُوۡقَدَۃُ ۙ﴿۶﴾
কানযুল ঈমান
৬. আল্লাহর আগুন, যা প্রজ্বলিত হচ্ছে;
ইরফানুল কুরআন
৬. (এটি) আল্লাহ্‌র প্রজ্বলিত অগ্নি।
Play Share Copy
الَّتِیۡ تَطَّلِعُ عَلَی الۡاَفۡـِٕدَۃِ ؕ﴿۷﴾
কানযুল ঈমান
৭. ওটা, যা অন্তরসমূহের উপর সমুদিত হবে।
ইরফানুল কুরআন
৭. যা হৃদয়ে (নির্যাতনে) চড়াও হবে।
Play Share Copy
اِنَّہَا عَلَیۡہِمۡ مُّؤۡصَدَۃٌ ۙ﴿۸﴾
কানযুল ঈমান
৮. নিশ্চয় ওটা তাদের উপর বন্ধ করে দেওয়া হবে,
ইরফানুল কুরআন
৮. নিশ্চয়ই এ (অগ্নি) সেসব লোককে সর্বদিক থেকে রুদ্ধ করবে,
Play Share Copy
فِیۡ عَمَدٍ مُّمَدَّدَۃٍ ﴿۹﴾
কানযুল ঈমান
৯. দীর্ঘ দীর্ঘ স্তম্ভসমূহে।
ইরফানুল কুরআন
৯. (লেলিহান শিখার) দীর্ঘায়িত স্তম্ভসমূহে (এবং তাদের পলায়নের কোনো পথ থাকবে না)।