بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
কানযুল ঈমান
০. আল্লাহ্র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময় (১)
ইরফানুল কুরআন
০. আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, সতত অসীম দয়ালু।
قُلۡ ہُوَ اللّٰہُ اَحَدٌ ۚ﴿۱﴾
কানযুল ঈমান
১. আপনি বলুন, ‘তিনি আল্লাহ্ তিনি এক, (২)
ইরফানুল কুরআন
১. (হে মহাসম্মানিত রাসূল!) বলে দিন, ‘তিনি আল্লাহ্, যিনি এক-অদ্বিতীয়।
اَللّٰہُ الصَّمَدُ ۚ﴿۲﴾
কানযুল ঈমান
২. আল্লাহ্ পরমুখাপেক্ষী নন; (৩)
ইরফানুল কুরআন
২. আল্লাহ্ কারো মুখাপেক্ষী নন, সকলেরই আশ্রয়স্থল এবং সর্বশ্রেষ্ঠ।
لَمۡ یَلِدۡ ۬ۙ وَ لَمۡ یُوۡلَدۡ ۙ﴿۳﴾
কানযুল ঈমান
৩. না তাঁর কোন সন্তান আছে (৪) এবং না তিনি কারো থেকে জন্মগ্রহণ করেছেন, (৫)
ইরফানুল কুরআন
৩. কেউ তাঁর থেকে জন্ম নেয়নি, আর তাঁকেও জন্ম দেয়া হয়নি।
وَ لَمۡ یَکُنۡ لَّہٗ کُفُوًا اَحَدٌ ﴿۴﴾
কানযুল ঈমান
৪. এবং না আছে কেউ তাঁর সমকক্ষ হবার’। (৬)
ইরফানুল কুরআন
৪. আর তাঁর সমকক্ষও কেউ নেই।’