Back
আল লাহাব
Jump to Ayah Search
Play Share Copy
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
কানযুল ঈমান
০. আল্লাহ্‌র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময় (১)
ইরফানুল কুরআন
০. আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, সতত অসীম দয়ালু।
Play Share Copy
تَبَّتۡ یَدَاۤ اَبِیۡ لَہَبٍ وَّ تَبَّ ؕ﴿۱﴾
কানযুল ঈমান
১. ধ্বংস হয়ে যাক আবূ লাহাবের দু’হাত এবং সে ধ্বংস হয়েই গেছে। (২)
ইরফানুল কুরআন
১. ধ্বংস হোক আবু লাহাবের দু’হস্ত এবং ধ্বংস হোক (সে, যে আমাদের হাবীবের দিকে অঙ্গুলি বাড়ানোর চেষ্টা করেছে)!
Play Share Copy
مَاۤ اَغۡنٰی عَنۡہُ مَالُہٗ وَ مَا کَسَبَ ؕ﴿۲﴾
কানযুল ঈমান
২. তার কোন কাজে আসে নি তার সম্পদ এবং না যা সে উপার্জন করেছে। (৩)
ইরফানুল কুরআন
২. তার (উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত) সম্পদ এবং তার অর্জিত সম্পত্তি কোনো কাজে আসেনি।
Play Share Copy
سَیَصۡلٰی نَارًا ذَاتَ لَہَبٍ ۚ﴿ۖ۳﴾
কানযুল ঈমান
৩. এখন ধ্বসে যাচ্ছে লেলিহান আগুনে-সে
ইরফানুল কুরআন
৩. অচিরেই সে প্রবেশ করবে প্রজ্বলিত লেলিহান অগ্নিতে,
Play Share Copy
وَّ امۡرَاَتُہٗ ؕ حَمَّالَۃَ الۡحَطَبِ ۚ﴿۴﴾
কানযুল ঈমান
৪. এবং তার স্ত্রী, লাকড়ির বোঝা মাথায় বহনকারিনী, (৪)
ইরফানুল কুরআন
৪. এবং তার (জঘন্য) স্ত্রীও, যে (মাথায়) বহন করে (কাঁটাযুক্ত) লাকড়ির বোঝা। (আমাদের হাবীবের পবিত্র পায়ের তালুতে আঘাত করার উদ্দেশ্যে রাতের বেলা সে সেগুলো পথে বিছিয়ে দিতো)।
Play Share Copy
فِیۡ جِیۡدِہَا حَبۡلٌ مِّنۡ مَّسَدٍ ﴿۵﴾
কানযুল ঈমান
৫. তার গলায় খেজুরের বাকলের রশি। (৫)
ইরফানুল কুরআন
৫. তার গলদেশে থাকবে খর্জুর আঁশের (সেই) রশি (যা দিয়ে কাঁটাগুলোর আঁটি বেঁধে রাখে)।