بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
কানযুল ঈমান
০. আল্লাহ্র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময় (১)
ইরফানুল কুরআন
০. আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, সতত অসীম দয়ালু।
اَرَءَیۡتَ الَّذِیۡ یُکَذِّبُ بِالدِّیۡنِ ؕ﴿۱﴾
কানযুল ঈমান
১. আচ্ছা, দেখুন তো! যে দ্বীনকে অস্বীকার করে,
ইরফানুল কুরআন
১. আপনি কি তাকে দেখেছেন, যে দ্বীনকে অস্বীকার করে?
فَذٰلِکَ الَّذِیۡ یَدُعُّ الۡیَتِیۡمَ ۙ﴿۲﴾
কানযুল ঈমান
২. সুতরাং সে হচ্ছে ওই ব্যক্তি, যে এতিমকে ধাক্কা দেয়।
ইরফানুল কুরআন
২. অতএব এ সেই ব্যক্তি, যে এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় (অর্থাৎ এতিমদের ইচ্ছা আকাঙ্ক্ষাকে রোধ করে এবং তাদেরকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে),
وَ لَا یَحُضُّ عَلٰی طَعَامِ الۡمِسۡکِیۡنِ ؕ﴿۳﴾
কানযুল ঈমান
৩. এবং মিসকীনকে আহার দেওয়ার প্রেরণা প্রদান করে না।
ইরফানুল কুরআন
৩. এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উদ্বুদ্ধ করে না (অর্থাৎ সমাজে গরীব ও অভাবগ্রস্তদের প্রতি অর্থনৈতিক শোষণ অবসানের লক্ষ্যে চেষ্টা করে না)।
فَوَیۡلٌ لِّلۡمُصَلِّیۡنَ ۙ﴿۴﴾
কানযুল ঈমান
৪. সুতরাং ওই নামাযীদের জন্য দুর্ভোগ রয়েছে;
ইরফানুল কুরআন
৪. সুতরাং আফসোস (ও ধ্বংস) সে নামাযীদের জন্যে,
الَّذِیۡنَ ہُمۡ عَنۡ صَلَاتِہِمۡ سَاہُوۡنَ ۙ﴿۵﴾
কানযুল ঈমান
৫. যারা আপন নামাযকে ভুলে বসেছে,
ইরফানুল কুরআন
৫. যারা তাদের নামায (-এর প্রাণ) থেকে উদাসীন (অর্থাৎ তারা কেবল আল্লাহ্র অধিকারগুলোকে মনে রেখেছে, বান্দার অধিকারগুলোকে ভুলে বসেছে),
الَّذِیۡنَ ہُمۡ یُرَآءُوۡنَ ۙ﴿۶﴾
কানযুল ঈমান
৬. ওই সব ব্যক্তি, যারা লোক দেখানো (ইবাদত) করে,
ইরফানুল কুরআন
৬. এরা (ইবাদত) প্রদর্শন করে বেড়ায় (কারণ তারা কেবল স্রষ্টার আনুষ্ঠানিক ইবাদতই সম্পন্ন করে আর নিপীড়িত মানুষের প্রতি অবহেলা প্রদর্শন করে)।
وَ یَمۡنَعُوۡنَ الۡمَاعُوۡنَ ﴿۷﴾
কানযুল ঈমান
৭. এবং ব্যবহারের ছোটখাট সামগ্রী চাইলে দেয় না।
ইরফানুল কুরআন
৭. আর তারা ব্যবহার্য সামান্য জিনিসের চাহিদা পূরণ করতেও অস্বীকার করে।