بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
কানযুল ঈমান
০. আল্লাহ্র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময় (১)
ইরফানুল কুরআন
০. আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, সতত অসীম দয়ালু।
اَلَمۡ نَشۡرَحۡ لَکَ صَدۡرَکَ ۙ﴿۱﴾
কানযুল ঈমান
১. আমি কি আপনার বক্ষ প্রশস্ত করি নি?
ইরফানুল কুরআন
১. আমরা কি আপনার কল্যাণে আপনার (সমুজ্জল) বক্ষ (জ্ঞান, প্রজ্ঞা এবং আধ্যাত্মিকতার জন্যে) প্রশস্ত করে দেইনি?
وَ وَضَعۡنَا عَنۡکَ وِزۡرَکَ ۙ﴿۲﴾
কানযুল ঈমান
২. এবং আপনার উপর থেকে আপনার ওই বোঝা নামিয়ে নিয়েছি,
ইরফানুল কুরআন
২. আর আমরা লাঘব করেছি আপনার (উম্মতের দুশ্চিন্তার) বোঝা,
الَّذِیۡۤ اَنۡقَضَ ظَہۡرَکَ ۙ﴿۳﴾
কানযুল ঈমান
৩. যা আপনার পৃষ্ঠ ভেঙ্গেছিলো,
ইরফানুল কুরআন
৩. যা আপনার (পবিত্র) পৃষ্ঠে ভারী ঠেকছিল।
وَ رَفَعۡنَا لَکَ ذِکۡرَکَ ؕ﴿۴﴾
কানযুল ঈমান
৪. এবং আমি আপনার জন্য আপনার স্মরণকে সম্মুনত করেছি।
ইরফানুল কুরআন
৪. আর আমরা আপনার স্মরণকে (আমার সাথে সংযুক্ত করে দুনিয়া ও আখেরাতের সর্বত্র) সমুচ্চ করেছি।
فَاِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا ۙ﴿۵﴾
কানযুল ঈমান
৫. সুতরাং নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে,
ইরফানুল কুরআন
৫. সুতরাং নিশ্চয়ই প্রত্যেক কষ্টের সাথে স্বস্তি (আসে)।
اِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا ؕ﴿۶﴾
কানযুল ঈমান
৬. নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
ইরফানুল কুরআন
৬. অবশ্যই (এ) কষ্টের সাথেও স্বস্তি আছে।
فَاِذَا فَرَغۡتَ فَانۡصَبۡ ۙ﴿۷﴾
কানযুল ঈমান
৭. অতএব, যখন আপনি নামায থেকে অবসর হবেন তখন দো’আর মধ্যে পরিশ্রম করুন,
ইরফানুল কুরআন
৭. অতঃপর যখনই (উম্মতকে শিক্ষা দেয়া, দ্বীনের প্রচার ও জিহাদে অংশগ্রহণ এবং আবশ্যকীয় বিষয়াদি থেকে) অবসর পান, (যিকির ও ইবাদতে) কঠোর প্রচেষ্টা করুন,
وَ اِلٰی رَبِّکَ فَارۡغَبۡ ﴿۸﴾
কানযুল ঈমান
৮. এবং আপন রবের প্রতি মনোনিবেশ করুন।
ইরফানুল কুরআন
৮. এবং আকুল আকাঙ্ক্ষায় আপনার রবের প্রতি মনোনিবেশ করুন।