Back
আন নাস
Jump to Ayah Search
Play Share Copy
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
কানযুল ঈমান
০. আল্লাহ্‌র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময় (১)
ইরফানুল কুরআন
০. আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, সতত অসীম দয়ালু।
Play Share Copy
قُلۡ اَعُوۡذُ بِرَبِّ النَّاسِ ۙ﴿۱﴾
কানযুল ঈমান
১. আপনি বলুন, ‘আমি তারই আশ্রয়ে এসেছি, যিনি সকল মানুষের রব, (২)
ইরফানুল কুরআন
১. বলে দিন, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি (সকল) মানুষের প্রতিপালকের,
Play Share Copy
مَلِکِ النَّاسِ ۙ﴿۲﴾
কানযুল ঈমান
২. সকল মানুষের বাদশাহ্‌, (৩)
ইরফানুল কুরআন
২. যিনি (সকল) মানবজাতির অধিপতি,
Play Share Copy
اِلٰہِ النَّاسِ ۙ﴿۳﴾
কানযুল ঈমান
৩. সকল লোকের মা’বূদ (৪)
ইরফানুল কুরআন
৩. যিনি (সমগ্র) মানব প্রজন্মের উপাস্য,
Play Share Copy
مِنۡ شَرِّ الۡوَسۡوَاسِ ۬ۙ الۡخَنَّاسِ ۪ۙ﴿۴﴾
কানযুল ঈমান
৪. তারই অনিষ্ট থেকে, যে অন্তরে কু-মন্ত্রণা দেয় (৫) এবং আত্নগোপন করে, (৬)
ইরফানুল কুরআন
৪. চুপিসারে কুমন্ত্রণা দানকারী (শয়তান)-এর অনিষ্ট হতে, যে (আল্লাহ্‌র স্মরণের প্রভাবে) পিছু হটে আত্মগোপন করে,
Play Share Copy
الَّذِیۡ یُوَسۡوِسُ فِیۡ صُدُوۡرِ النَّاسِ ۙ﴿۵﴾
কানযুল ঈমান
৫. যে মানুষের অন্তরসমূহে কু-প্ররোচনা ঢালে, (৭)
ইরফানুল কুরআন
৫. যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে,
Play Share Copy
مِنَ الۡجِنَّۃِ وَ النَّاسِ ﴿۶﴾
কানযুল ঈমান
৬. জ্বিন ও মানুষ। (৭)
ইরফানুল কুরআন
৬. হোক সে (কুমন্ত্রণা দানকারী শয়তান) জিনদের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।’