Back
আন নসর
Jump to Ayah Search
Play Share Copy
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
কানযুল ঈমান
০. আল্লাহ্‌র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময় (১)
ইরফানুল কুরআন
০. আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, সতত অসীম দয়ালু।
Play Share Copy
اِذَا جَآءَ نَصۡرُ اللّٰہِ وَ الۡفَتۡحُ ۙ﴿۱﴾
কানযুল ঈমান
১. যখন আল্লাহ্‌র সাহায্য ও বিজয় আসবে,
ইরফানুল কুরআন
১. যখন এসে পৌঁছুবে আল্লাহ্‌র সাহায্য এবং বিজয়,
Play Share Copy
وَ رَاَیۡتَ النَّاسَ یَدۡخُلُوۡنَ فِیۡ دِیۡنِ اللّٰہِ اَفۡوَاجًا ۙ﴿۲﴾
কানযুল ঈমান
২. এবং আপনি লোকদেরকে দেখবেন যে, আল্লাহ্‌র দ্বীনে দলে দলে প্রবেশ করছে;
ইরফানুল কুরআন
২. এবং আপনি লোকজনকে দলে দলে আল্লাহ্‌র দ্বীনে প্রবেশ করতে দেখবেন,
Play Share Copy
فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ وَ اسۡتَغۡفِرۡہُ ؕؔ اِنَّہٗ کَانَ تَوَّابًا ﴿۳﴾
কানযুল ঈমান
৩. তখন আপন রবের প্রশংসাকারী অবস্থায় তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার থেকে ক্ষমা চান। নিশ্চয় তিনি অত্যন্ত তাওবা কবূলকারী।
ইরফানুল কুরআন
৩. তখন আপনি (কৃতজ্ঞতা প্রকাশে) প্রশংসার মাধ্যমে আপন প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং (বিনয়ের সাথে উম্মতের জন্যে) তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী (এবং আরও অধিক করুণায় প্রত্যাবর্তনে সতত অবলম্বন দানকারী)।