بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
কানযুল ঈমান
০. আল্লাহ্র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময় (১)
ইরফানুল কুরআন
০. আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, সতত অসীম দয়ালু।
اَلۡہٰکُمُ التَّکَاثُرُ ۙ﴿۱﴾
কানযুল ঈমান
১. তোমাদেরকে উদাসীন করে রেখেছে সম্পদের অধিক কামনা।
ইরফানুল কুরআন
১. তোমাদেরকে অধিক প্রাচুর্যের লালসা এবং অহংকার (পরকালের ব্যাপারে) উদাসীন করে দিয়েছে,
حَتّٰی زُرۡتُمُ الۡمَقَابِرَ ؕ﴿۲﴾
কানযুল ঈমান
২. যতক্ষণ পর্যন্ত তোমরা কবরসমূহের মুখ দেখেছো।
ইরফানুল কুরআন
২. যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও।
کَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَ ۙ﴿۳﴾
কানযুল ঈমান
৩. হাঁ, হাঁ, শিগ্গির জেনে যাবে;
ইরফানুল কুরআন
৩. কখনোই নয়! (ধন-সম্পদ তোমাদের কোনো কাজেই আসবে না) তোমরা অচিরেই (এই প্রকৃত সত্য) জানতে পারবে।
ثُمَّ کَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَ ؕ﴿۴﴾
কানযুল ঈমান
৪. অতঃপর হাঁ, হাঁ, শিগ্গির জেনে যাবে।
ইরফানুল কুরআন
৪. পুনরায় (তোমাদেরকে সতর্ক করা হচ্ছে:) কখনোই নয়! শীঘ্রই তোমরা (নিজেদের পরিণতি) জানতে পারবে।
کَلَّا لَوۡ تَعۡلَمُوۡنَ عِلۡمَ الۡیَقِیۡنِ ؕ﴿۵﴾
কানযুল ঈমান
৫. হাঁ, হাঁ, যদি ‘ইয়াক্বীন এর জানা’ জানতে, তবে সম্পদের মোহ রাখতে না।
ইরফানুল কুরআন
৫. হ্যাঁ অবশ্যই! হায় যদি তোমরা (ধন-সম্পদের লালসা আর নিজেদের গাফিলতির পরিণতি) নিশ্চিত জ্ঞানে জানতে (তবে পৃথিবীর মোহে হারিয়ে গিয়ে এভাবে পরকালকে ভুলে যেতে না)!
لَتَرَوُنَّ الۡجَحِیۡمَ ۙ﴿۶﴾
কানযুল ঈমান
৬. নিশ্চয় নিশ্চয় জাহান্নামকে দেখবে;
ইরফানুল কুরআন
৬. তোমরা (তোমাদের লোভের পরিণতিতে) অবশ্যই জাহান্নাম দেখবে।
ثُمَّ لَتَرَوُنَّہَا عَیۡنَ الۡیَقِیۡنِ ۙ﴿۷﴾
কানযুল ঈমান
৭. অতঃপর নিশ্চয় নিশ্চয় সেটাকে ‘ইয়াক্বীন-এর দেখা’ দেখবে,
ইরফানুল কুরআন
৭. তারপর তোমরা তো অবশ্যই তা দেখবে চাক্ষুষ বিশ্বাসে।
ثُمَّ لَتُسۡـَٔلُنَّ یَوۡمَئِذٍ عَنِ النَّعِیۡمِ ﴿۸﴾
কানযুল ঈমান
৮. অতঃপর নিশ্চয় নিশ্চয় সেদিন তোমাদেরকে নি’মাতসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
ইরফানুল কুরআন
৮. তারপর সেদিন তোমাদেরকে (আল্লাহ্র) নেয়ামতসমূহের ব্যাপারে অবশ্যই জিজ্ঞেস করা হবে (তোমরা তা কীভাবে এবং কোথায় খরচ করেছিলে)।