Back
আত তীন
Jump to Ayah Search
Play Share Copy
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
কানযুল ঈমান
০. আল্লাহ্‌র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময় (১)
ইরফানুল কুরআন
০. আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, সতত অসীম দয়ালু।
Play Share Copy
وَ التِّیۡنِ وَ الزَّیۡتُوۡنِ ۙ﴿۱﴾
কানযুল ঈমান
১. ডুমুরের শপথ ও যায়তূনের,
ইরফানুল কুরআন
১. শপথ ত্বীন-এর এবং শপথ যয়তুন-এর,
Play Share Copy
وَ طُوۡرِ سِیۡنِیۡنَ ۙ﴿۲﴾
কানযুল ঈমান
২. এবং সিনাই পর্বতের,
ইরফানুল কুরআন
২. এবং শপথ সীনাই প্রান্তরস্থ তূর (পর্বত)-এর,
Play Share Copy
وَ ہٰذَا الۡبَلَدِ الۡاَمِیۡنِ ۙ﴿۳﴾
কানযুল ঈমান
৩. এবং এ নিরাপদ শহরের-
ইরফানুল কুরআন
৩. আর শপথ এ শান্তিময় (মক্কা) শহরের,
Play Share Copy
لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِیۡۤ اَحۡسَنِ تَقۡوِیۡمٍ ۫﴿۴﴾
কানযুল ঈমান
৪. নিশ্চয় আমি মানুষকে উৎকৃষ্ট আকৃতিতে সৃষ্টি করেছি।
ইরফানুল কুরআন
৪. নিঃসন্দেহে আমরা মানুষকে সৃষ্টি করেছি (সুনিপুণ অনুপাতের ভারসাম্যে) সুন্দরতম অবয়বে।
Play Share Copy
ثُمَّ رَدَدۡنٰہُ اَسۡفَلَ سٰفِلِیۡنَ ۙ﴿۵﴾
কানযুল ঈমান
৫. তারপর তাকে নিম্ন থেকে নিম্নতর অবস্থার দিকে ফিরিয়ে দিয়েছি-
ইরফানুল কুরআন
৫. অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচতম অবস্থায়,
Play Share Copy
اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ فَلَہُمۡ اَجۡرٌ غَیۡرُ مَمۡنُوۡنٍ ؕ﴿۶﴾
কানযুল ঈমান
৬. কিন্তু যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের জন্য অফুরন্ত প্রতিদান রয়েছে।
ইরফানুল কুরআন
৬. ঐ সমস্ত লোক ব্যতীত, যারা ঈমান আনয়ন করে এবং সৎকর্ম অব্যাহত রাখে। তাদের জন্যে তো রয়েছে অফুরন্ত (চিরস্থায়ী) পুরষ্কার।
Play Share Copy
فَمَا یُکَذِّبُکَ بَعۡدُ بِالدِّیۡنِ ؕ﴿۷﴾
কানযুল ঈমান
৭. অতঃপর এখন কোন জিনিস তোমার জন্য ন্যায় বিচারকে অস্বীকার করার কারণ হয়েছে?
ইরফানুল কুরআন
৭. সুতরাং এরপর কে আছে, যে আপনাকে দ্বীনের (অথবা কিয়ামত, পুরস্কার ও শাস্তির) ব্যাপারে অস্বীকার করে?
Play Share Copy
اَلَیۡسَ اللّٰہُ بِاَحۡکَمِ الۡحٰکِمِیۡنَ ﴿۸﴾
কানযুল ঈমান
৮. আল্লাহ্‌ কি সকল বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নন?
ইরফানুল কুরআন
৮. তবে কি আল্লাহ্ সকল বিচারকদের শ্রেষ্ঠতম বিচারক নন?