Back
আল যিলযাল
Jump to Ayah Search
Play Share Copy
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
কানযুল ঈমান
০. আল্লাহ্‌র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময় (১)
ইরফানুল কুরআন
০. আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, সতত অসীম দয়ালু।
Play Share Copy
اِذَا زُلۡزِلَتِ الۡاَرۡضُ زِلۡزَالَہَا ۙ﴿۱﴾
কানযুল ঈমান
১. যখন যমীনকে থরথর করে কাপানো হবে, যেভাবে সেটার কাপানো সাব্যস্ত হয়েছে,
ইরফানুল কুরআন
১. যখন পৃথিবী স্বীয় শক্তিশালী ভূমিকম্পের প্রবল কম্পনে প্রকম্পিত হবে,
Play Share Copy
وَ اَخۡرَجَتِ الۡاَرۡضُ اَثۡقَالَہَا ۙ﴿۲﴾
কানযুল ঈমান
২. এবং যমীন স্বীয় বোঝা বাইরে নিক্ষেপ করবে,
ইরফানুল কুরআন
২. এবং পৃথিবী তার (সমস্ত) বোঝা বাইরে ছুড়ে ফেলবে,
Play Share Copy
وَ قَالَ الۡاِنۡسَانُ مَا لَہَا ۚ﴿۳﴾
কানযুল ঈমান
৩. এবং মানুষ বলবে, ‘সেটার কি হয়েছে?
ইরফানুল কুরআন
৩. এবং মানুষ (হতভম্ব ও হতবাক হয়ে) বলবে, ‘এর কী হলো’?
Play Share Copy
یَوۡمَئِذٍ تُحَدِّثُ اَخۡبَارَہَا ۙ﴿۴﴾
কানযুল ঈমান
৪. ওই দিন সেটা তার সংবাদসমূহ বলে দেবে,
ইরফানুল কুরআন
৪. সেদিন সে নিজেই তার অবস্থা প্রকাশ করে দেবে,
Play Share Copy
بِاَنَّ رَبَّکَ اَوۡحٰی لَہَا ؕ﴿۵﴾
কানযুল ঈমান
৫. এ জন্য যে, আপনার রব সেটার প্রতি আদেশ পাঠিয়েছেন;
ইরফানুল কুরআন
৫. কারণ, আপনার প্রতিপালক তার জন্যে তীক্ষ্ণ ইংগিতসূচক (সাংকেতিক ভাষা) আজ্ঞাবহ করে দেবেন।
Play Share Copy
یَوۡمَئِذٍ یَّصۡدُرُ النَّاسُ اَشۡتَاتًا ۬ۙ لِّیُرَوۡا اَعۡمَالَہُمۡ ؕ﴿۶﴾
কানযুল ঈমান
৬. ওই দিন মানুষ স্বীয় রবের প্রতি প্রত্যাবর্তন করবে বিভিন্ন রাস্তা ধরে, যাতে তাদেরকে তাদের কৃতকর্মসমূহ দেখানো হয়।
ইরফানুল কুরআন
৬. সেদিন মানুষ ভিন ভিন্ন দলে (পৃথক হয়ে) বের হবে, যাতে তাদেরকে তাদের আমলসমূহ দেখানো যায়।
Play Share Copy
فَمَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ خَیۡرًا یَّرَہٗ ؕ﴿۷﴾
কানযুল ঈমান
৭. সুতরাং যে এক অণু পরিমাণ সৎকাজ করবে, সে তা দেখতে পাবে।
ইরফানুল কুরআন
৭. অতঃপর কেউ অণু পরিমাণ পূণ্য করবে, সে তা দেখবে।
Play Share Copy
وَ مَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ شَرًّا یَّرَہٗ ﴿۸﴾
কানযুল ঈমান
৮. এবং যে অণু পরিমাণ মন্দ কাজ করবে, সে তা দেখতে পাবে।
ইরফানুল কুরআন
৮. আর কেউ অণু পরিমাণ অসৎকর্ম করবে, সে তাও দেখবে।