Back
কুরাইশ
Jump to Ayah Search
Play Share Copy
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
কানযুল ঈমান
০. আল্লাহ্‌র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময় (১)
ইরফানুল কুরআন
০. আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময়, সতত অসীম দয়ালু।
Play Share Copy
لِاِیۡلٰفِ قُرَیۡشٍ ۙ﴿۱﴾
কানযুল ঈমান
১. এ জন্য যে, ক্বোরাঈশকে আকর্ষণ প্রদান করেছেন,
ইরফানুল কুরআন
১. কুরাইশদেরকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে,
Play Share Copy
اٖلٰفِہِمۡ رِحۡلَۃَ الشِّتَآءِ وَ الصَّیۡفِ ۚ﴿۲﴾
কানযুল ঈমান
২. তাদের শীতকাল ও গ্রীষ্মকাল উভয়ের সফরের মধ্যে আকর্ষণ প্রদান করেছেন।
ইরফানুল কুরআন
২. তাদেরকে শীত ও গ্রীষ্মের (বাণিজ্যিক) সফরে অভ্যস্ত করে দিয়েছেন।
Play Share Copy
فَلۡیَعۡبُدُوۡا رَبَّ ہٰذَا الۡبَیۡتِ ۙ﴿۳﴾
কানযুল ঈমান
৩. তাই তাদের উচিত যেন তারা এ ঘরের ইবাদত করে,
ইরফানুল কুরআন
৩. সুতরাং তারা যেন এই গৃহের (অর্থাৎ কা’বাগৃহের) প্রতিপালকের ইবাদত করে (যাতে তাঁর কৃতজ্ঞতা আদায় হয়),
Play Share Copy
الَّذِیۡۤ اَطۡعَمَہُمۡ مِّنۡ جُوۡعٍ ۬ۙ وَّ اٰمَنَہُمۡ مِّنۡ خَوۡفٍ ﴿۴﴾
কানযুল ঈমান
৪. যিনি তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় আহার দিয়েছেন এবং তাদেরকে এক বড় ভয় থেকে নিরাপত্তা দান করেছেন।
ইরফানুল কুরআন
৪. যিনি তাদেরকে ক্ষুধায় (অর্থাৎ দারিদ্র্য ও অনাহারের সময়) আহার্য দিয়েছেন (অর্থাৎ রিযিক দান করেছেন) এবং (শত্রুর) ভীতি থেকে নিরাপত্তা দান করেছেন (অর্থাৎ তাদেরকে নিরাপদ ও শান্তিপূর্ণ জীবনের আশীর্বাদে ধন্য করেছেন)।